আবুধাবি : সকাল ৬ টা ২ মিনিট। আল আইন : সকাল ৫টা ৫৬ মিনিট। মদিনাত জায়েদ : সকাল ৬টা ০৭ মিনিট। দুবাই : সকাল ৫টা ৫৭ মিনিট। শারজাহ: সকাল ৫টা ৫৬ মিনিট। আজমান : সকাল ৫টা ৫৬ মিনিট। উম্ম আল কুয়াইন : ৫টা ৫৬ মিনিট। রাস-আল -খাইমাহ ৫টা ৫৩ মিনিট এবং হাত্তা ৫টা ৫৪ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে আমিরাতে ঈদ উপলক্ষে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। চার দিন ছাড়াও সাপ্তাহিক ছুটি শুক্রবার সঙ্গে যুক্ত হয়ে ৫ দিন পাচ্ছেন ছুটি।
Drop your comments: