খালেদা জিয়া। আজ সোমবার বিকেল চারটার দিকে মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রলিভার হাসপাতালে তিনি টিকা নেন।
বিকেল সাড়ে তিনটার দিকে খালেদা জিয়া গুলশানের বাসভবন থেকে বের হন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। পরে, ২৭ এপ্রিল তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 8 মে তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে।
এক মাসেরও বেশি সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং এখনও তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।
Drop your comments: