রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলে আজগর হালদারের জালে ১৬ কেজি ওজনের একটি বিশাল চিতল মাছ ধরা পড়েছে। চিতল মাছটি তিনি ৩২ হাজার টাকায় বিক্রি করেন। এতে তার মধ্যে ব্যাপক আনন্দ বিরাজ করছে।
শনিবার সকাল ১০টার দিকে দৌলতদিয়ার কর্ণেশনা কলাবাগান এলাকার পদ্মা নদীতে জাল ফেললে জেলে আজগর হালদারের জালে চিতলটি ধরা পড়ে।
পরে দুপুরের দিকে তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫নং ফেরিঘাটে অবস্থিত শাহজাহান শেখের মাছের আড়তে নিয়ে আসেন।
এ সময় সর্বোচ্চ দরদাতা হিসেবে ব্যবসায়ী শাহজাহান শেখ ২ হাজার টাকা কেজি দরে মোট ৩২ হাজার টাকায় মাছটি কিনে নেন। এ সময় বিশাল মাছটি দেখতে সেখানে উৎসুক জনতা ভিড় জমান।
জেলে আজগর হালদার জানান, অনেক দিন হলো বড় কোনো মাছ পাই না। সামনে ঈদ, তাই খুব চিন্তাও হচ্ছিল কীভাবে ঈদ করব। তবে এ মাছটি পেয়ে আমাদের সেই চিন্তা দূর হয়ে গেছে। এখন আমরা খুব ভালোমতো ঈদের আনন্দ করতে পারব।
ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, মাছটি কেনার পর মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে ঢাকায় তার এক পরিচিত বড় ব্যবসায়ীর কাছে ২ হাজার ১শ টাকা কেজি দরে মোট ৩৩ হাজার ৬শ টাকায় বিক্রি করে পাঠিয়ে দেই।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এখন পদ্মা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও বড় বড় বাঘাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাসসহ নানা মাছ পাওয়া যাচ্ছে। তবে মিঠাপানির সুস্বাদু এত বড় চিতল মাছ নদীতে এখন খুব একটা দেখা যায় না।