আব্দুল্লাহ আল শাহীন, ইউএইঃ আমিরাতের বাণিজ্য নগরী দুবাইয়ে ফুড ডেলিভারির বাইক রাইডারদের জন্য নতুন নিয়ম জারি করেছে কর্তৃপক্ষ। সড়ক দুর্ঘটনা এড়াতে নিয়মগুলো অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট নিয়মের বাহিরে গেলেই ৭০০ দিরহাম জরিমানার পাশাপাশি বাইক চালানোর অনুমতি বাতিল করা হবে।
রাইডারদের জন্য নিয়ম
☞ রাইডারের বয়স ২১-৫৫ বছরের মধ্যে হতে হবে।
☞ দুবাই পুলিশের গুড কন্ট্রাক্ট সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।
☞ ঘন্টায় ১০০ কিলোমিটারের নিচে বাইক চালাতে হবে।
☞ প্রথম ট্র্যাক বা বামের লাইন ব্যবহার করা যাবে না।
☞ সরকার অনুমোদিত হেলমেট ব্যবহার করতে হবে।
☞ বাইকে অন্য কোন ব্যক্তি উঠানো যাবে না।
বাইক ও ফুড বক্সের নিয়ম
☞ ৪ বছরের পুরনো বাইক চালানো যাবে না।
☞ ফূড বক্স কাঁধে ঝুলিয়ে রাখা যাবে না।
☞ ফুড বক্স পরিষ্কার ও স্বাস্থ্যকর থাকতে হবে।
☞ ফুড বক্স তাপমাত্রা নিয়ন্ত্রণের সক্ষমতা সম্পন্ন হতে হবে।
☞ নির্ধারিত স্থানে পার্কিং করতে হবে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসায় এসে বাংলাদেশি যুবকদের বড় একটি অংশ ফুড ডেলিভারির কাজে যুক্ত হয়েছে। তাদের জন্য দুবাইয়ের আইন অনুসরণ করা জরুরি।