মনজুর আহমেদ, নিজস্ব প্রতিবেক: ফটিকছড়ি থেকে শেষ বিদায়ের দিনে কেঁদে ও কাঁদিয়ে গেলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন। তিনি ২০১৯ সালের ৩০ মে ফটিকছড়ির ইউএনও হিসেবে যোগদান করেন। ২০২১ সালের ১১ জুলাই পর্যন্ত দীর্ঘ দুই বছর সময় ধরে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন অনেক। উপজেলার মানুষের ভালোবাসা ও দান-অনুদানে তৈরি ফটিকছড়ির কোভিড ১৯হাসপাতাল গঠনে নেপথ্যের নায়ক সায়েদুল আরেফিন। বিশেষ করে করোনা মহামারির ভীতিকর পরিস্তিতিতে ও তিনি উপজেলার এপ্রান্ত থেকে ওপ্রান্ত পর্যন্ত ছুটে গেছেন সরকারি সাহায্য নিয়ে। বাড়িয়ে দিয়েছেন মানুষের প্রতি মানবিকতার হাত। ঘুর্ণিঝড়, বন্যা সহ যেকোন প্রাকৃতিক দুর্যোগে পাশে ছিলেন অসহায় মানুষের। তাইতো তাকে মানবিক, কর্মবীরসহ নানা উপাধিতেভূষিত করেছেন ফটিকছড়ির সচেতন মহল। তিনি চলে গেলেও এই অঞ্চলের মানুষে মনে দীপশিখা হয়ে জাজ্বল্যমান রইবেন৷
একজন আমলা হয়েও আমজনতার হৃদয়ে স্থান করে নিয়েছেন একজন সরকারি কর্মকর্তা। যোগদান করার পর থেকেই সরকারিসেবা সর্বসাধারণের দুয়ারে পৌঁছিয়ে দিতে নিজেকে নিবেদন করেছন, সাথে উন্মুক্ত ছিলো তার অফিসের দরজা। মহামারীর কঠিন সময়ে সাহসী পদক্ষেপের কারণে প্রশংসিত হয়েছেন তিনি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে তিনি একজন সজ্জন, পরোপকারি ব্যক্তি হিসেবে অল্প সময়ে পেয়েছেন পরিচিতি। দু’দুবার হয়েছেন জেলার শ্রেষ্ঠ। বলছিলাম সরকারি রুটিন ওয়ার্কেথেকেও জন সাধারণের মন জয় করা চট্টগ্রামের ফটিকছড়ির বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন এর কথা।
নিজের দক্ষতা ও দূরদর্শিতা দিয়ে একের পর এক ভালো কাজের স্বীকৃতি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবেপদোন্নতি পেয়েছেন এই কর্মবীর। তিনি সোমবার (১২ জুলাই) সকালে ফটিকছড়ি থেকে বিদায় নেওয়ার সময় এক হৃদয়বিদারকদৃশ্যের অবতারণা হয়। তার নিজের আর সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কান্নায় ভারী হয়ে উঠে পরিবেশ।
যাওয়ার আগে উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সাংবাদিকদের সংগঠন ও বিভিন্ন সমাজসেবী সংগঠনেরনেতৃবৃন্দরা ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানান। বিদায় সংবর্ধনা আয়োজন করে উপজেলা পরিষদ, অফিসার্স ক্লাব, পৌরপরিষদ, চেয়ারম্যান সমিতি।
বিদায়কালে বেদনা বিধুর নয়নে অশ্রু ঝরা কণ্ঠে সায়েদুল আরেফিন বলেন, ফটিকছড়ি নয় মনে হচ্ছে আমি আমার পরিবারকে ছেড়ে চলে যাচ্ছি। পদন্নোতি পাওয়ার আনন্দ চেয়ে ফটিকছড়ি ছেড়ে যাওয়ার কষ্টটা বেশী হচ্ছে৷ ফটিকছড়ির এমপি, উপজেলাচেয়ারম্যান, পৌর মেয়র, চেয়ারম্যানবৃন্দ সহ আমার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও ফটিকছড়ি জনগণের যে ভালোবাসা সহযোগিতাপেয়েছি হয়তো তা আর কোথাও পাবনা। ভালো থাকুক আমার ফটিকছড়ি।