সাউথ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা আত্মসমর্পণ করেছেন। এর আগে তাকে আদালত ১৫ মাসের সাজা দিয়েছিলেন।
এর আগে জুমাকে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছিল দেশটির পুলিশ। খবর বিবিসির।
পুলিশ জুমাকে সতর্ক করে বলেছিল— যদি মধ্যরাতের মধ্যে সাবেক প্রেসিডেন্ট আত্মসমর্পণ না করেন, তবে পুলিশ তাকে গ্রেফতার করতে বাধ্য হবে।
জুমার সাজার ঘটনা সাউথ আফ্রিকায় নজিরবিহীন নাটকের জন্ম দিয়েছে। কেননা দেশটিতে এর আগে কোনো প্রেসিডেন্টকে জেলে নেওয়া হয়নি।
এর আগে জুমা আত্মসমর্পণ করবেন না বলে জানান। কিন্তু বুধবার জ্যাকব জুমা ফাউন্ডেশন জানিয়েছে, তিনি আত্মসমর্পণে সম্মত হয়েছেন। ২৯ জুন জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দেন আদালত। ৭৯ বছর বয়সি জুমার বিরুদ্ধে চলমান দুর্নীতির তদন্তকারীদের তথ্যপ্রমাণ দিয়ে সহযোগিতা না করায় তাকে এ দণ্ড দেওয়া হয়।
Drop your comments: