নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলায় একটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সেই ঘটনায় আমিরাতের ব্যবসায়ী ও বাংলাদেশ সমিতি শারজার সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেনের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৬ জুলাই) নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ শাহাদাত হোসেন। তিনি বলেন, আমার বাড়িতে হামলা হয়েছে অথচ আমার মাকে প্ররোচিত করে আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। মূলত আমাদের পারিবারিক কলহের জেরে তৃতীয় পক্ষ ফায়দা নেয়ার চেষ্টার পরিপ্রেক্ষিতে হামলা ও ভাঙচুর হয়েছে।
এসময় তিনি বলেন, “দীর্ঘ ত্রিশ বছর যাবৎ স্বপরিবারে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করে আসছি। আমিরাতে শারজায় একজন ইউজড কার এন্ড স্পেয়ার পার্টস ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছি এবং উক্ত সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এছাড়া বাংলাদেশ সমিতির শারজা শাখার সহ- সভাপতি সহ দেশ ও প্রবাসের বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত রয়েছি। হাটহাজারী থানার মোহাম্মদপুর গ্রামের স্থায়ী বাসিন্দা আমরা পাঁচ ভাই দীর্ঘদিন যাবৎ প্রবাসে অবস্থান করছি। আমাদের নিজ বাড়িতে আমার বৃদ্ধ মা ও চার ভাইয়ের পরিবার অবস্থান করছে। আমি অত্যন্ত দায়িত্বের সাথে আমার পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালন করে যাচ্ছি। আমি নিজেকে বাংলাদেশের একজন দায়িত্ব সম্পন্ন সুনাগরিক বলে মনে করি। এছাড়াও আমি একজন সফল রেমিটেন্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনীতি উন্নয়নে সহায়ক ভুমিকা রেখে যাচ্ছি। তারপরও অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে, গত (১ জুলাই ২০২১) বৃহস্পতিবার আমার নিজ গ্রামের বাড়িতে একটি নিন্দনীয় দুর্ঘটনা ঘটেছে। বহিরাগত কিছু বিপথগামী মানুষ ডাকাতি ,ভাঙচুর ও লুটপাটের প্রয়াসে আমার বাড়িতে হামলা করে। তারা ভাংচুরসহ আমার বাড়ি থেকে বেশকিছু নগদ অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎ করে। লুটপাট ও ভাংচুরের পর এইসব দুর্বৃত্তরা পলায়ন করতে গেলে স্থানীয় জনগণ ও প্রশাসনের প্রয়াসে কয়েকজন দুর্বৃত্ত ধরা পড়ে। এমতাবস্থায় আমি আমার পরিবার ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও আমার সামাজিক অবস্থানকে স্থানচ্যুত করার লক্ষ্যে কিছু অসৎ চরিত্র বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে আমার মান সম্মান হানি করার চেষ্টা করছে। ছোটখাটো কিছু পারিবারিক কলহকে কেন্দ্র করে আমার অনুপস্থিতিতে সুযোগ নেয়ার চেষ্টা করছে কিছু স্বার্থলোভী তৃতীয় পক্ষ। তাদের প্রধান লক্ষ্য আমার মনোবল নষ্ট করে আমার সামাজিক কর্মকাণ্ড ব্যাহত করা। আরো কিছু এলাকার অসাধু চরিত্রের লোক আমার বৃদ্ধ মা ও কিছু আত্মীয় স্বজনকে প্ররোচিত করে স্বার্থোদ্ধারের চেষ্টা করছে এবং তাদের দ্বারা কৃত ঘৃণ্য অপরাধের দায়ভার আমার উপরে চাপানোর চেষ্টা করছে। কিন্তু আমার বর্তমান সামাজিক অবস্থান এর উপর দৃষ্টিপাত স্থাপন করলে এটা কারো পক্ষে বোঝা খুব কষ্টকর নয়। ইচ্ছা করেও তৃতীয় পক্ষের দ্বারা আমাকে এসকল ঘটনায় সংশ্লিষ্ট করা সম্ভব নয়। আমি এই ঘৃণ্য ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি আরও বলেন,” আমার পরিবার আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন ধরণের মালামালের ক্ষয়ক্ষতি আমি চাইতে পারি না। আমি প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি যে, তারা সঠিক সময়ে আমার পরিবারের কোনো ক্ষতি হওয়ার পূর্বেই তাদের দায়িত্ব পালন করেছে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি দুবাইর আহ্বায়ক অধ্যাপক আব্দুস সবুর, সংগঠক মহিউদ্দিন মহিন, মহিউদ্দিন ইকবাল, আলম গফুর, মোহাম্মদ বদিউল আলম, তহিদুল আলম জিলানী, মোহাম্মদ আমিন, মোহাম্মদ আবু বক্কর, মীর কামালসহ অনেকে।
লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মোহাম্মদ শাহাদাত।