সনজিত কুমার শীল, আমিরাত প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সিআইপি ফখরুল ইসলাম তার চট্টগ্রামের পৌরসভার জমি দখলের অভিযোগ করে প্রেস কনফারেন্স করেছেন।
৩ জুলাই কনফারেন্সে তিনি বলেন, চট্টগ্রাম জেলার মিরসরাই বারিয়ারহাট পৌরসভার চেয়ারম্যান রেজাউল করিম খোকন ব্যক্তিগত আক্রোশে এফ আই কে কোম্পানির প্রস্তাবিত বিশ্ব মানের হাসপাতালের জমির উপর অপরিকল্পিত ড্রেইনের নামে মাটি খনন, খান মার্কেট ভাংচুর ও হাইওয়ের পাশ্ববর্তী বাউন্ডারি ভেঙে মাটি উত্তোলন করেছেন।
ফখরুল বলেন, ‘দেশে রেমিট্যান্স পাঠিয়ে সিআইপি হয়েছি। প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ গড়তে সব সময় কাজ করছি। জমি দখল থেকে উদ্ধার পেতে ও হয়রানি থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি।’
প্রেস কনফারেন্সে উপস্তিতি ছিলেন আমিরাত চট্টগ্রাম প্রবাসী কল্যান ফাউন্ডেশনের আহ্বায়ক কাজী সৈয়দ তারেক, ব্যবসায়ী সরওয়ার আজম প্রমুখ।