যশোর জেলা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি বিধি নিষেধ অমান্য করায় যশোরের ঝিকরগাছায় ৪টি মামলা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান উপজেলা মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এ মামলা দিয়েছেন বলে জানা যায়।
আরও জানা যায়, চলমান লকডাউনে সরকারি বিধি-নিষেধ অমান্য, মাস্ক পরিধান না করা, অকারণে বাইরে বের হওয়া, মোটরসাইকেলে অতিরিক্ত লোক ওঠা এবং জনসচেতনতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সংক্রমক রোগ প্রতিরোধ (নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনের ২০১৮ সালের ২৪(২) ধারার দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারায় উপজেলার বারবাকপুর গ্রামের শেখ বিল্লাল হোসেনের ছেলে সোহাগ হোসেন(২৭) কে একশ টাকা, যশোর সদর উপজেলার পালবাড়ি এলাকার কেরামত গাজীর ছেলে মাহমুদুল হাসান মামুন (২৬) কে ৩শ’ টাকা, ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গুচ্ছগ্রামের আমজাদ হোসেনের ছেলে জুয়েল হোসেন (২১) কে ৫শ’ টাকা, গদখালী জেলেপাড়ার আব্দুল খালেক মন্ডলের ছেলে আলমগীর হোসেন (৩২) কে ২শ’ টাকা জরিমানা করেন।