করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার থেকে সরকার ঘোষিত সাতদিনের কঠোর লকডাউন চলছে। এ পরিস্থিতির মধ্যেও শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের খরমপুর স্কুল মাঠে দূর্গাপুর ও টানপাড়া দুই গ্রামের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খেলা উপভোগ করতে মাঠে চারপাশে দলবেঁধে শতশত উৎসুক দর্শনার্থী ভীড় জমায়। আগত দর্শনার্থীর কারো মুখেই ছিল না মাস্ক, ছিল না ন্যূনতম কোনো সামাজিক দূরত্ব।
আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন কার্যকর করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। তবে লকডাউনের মধ্যেও কারা এ ফুটবল খেলার আয়োজন করেছে তাদের খোঁজ নেয়া হচ্ছে।
Drop your comments: