মো. রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি : যশোরে গত ২৪ ঘন্টায় ৯০৩ জনের নমুনা পরীক্ষা করে ২শ’ ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চারজন এবং উপসর্গ নিয়ে আরও পাঁজন মারা গেছেন।
শুক্রবার (২ জুলাই) শনাক্তের হার ৩১শতাংশ। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৬৮জন। শনাক্তের এ উর্ধ্বগতি রুখতে লকডাউন কার্যকরে কাজ করছে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ বিভাগ ও বিজিবি।
তবে আজও সাধারণ মানুষের বেপোরোয়া চলাফেরার করতে দেখা গেছে। এদিকে গ্রাম অঞ্চলে সংক্রমণ ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, জুন মাসের প্রথম থেকে সংক্রমণের হার বাড়ছে। এটির যে উর্দ্ধমুখি ছিল সেটি কমছে না। ধারণা করা হচ্ছে এটি গ্রাম পর্যায়ে ছড়িয়েছে। যার কারণে বিধিনিষেধেও সংক্রমণ কমানো সম্ভব হচ্ছেনা। আশা করা হচ্ছে সপ্তাহ দুয়েকের মধ্যে সংক্রমণের হার কমে আসবে।