সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে করোনা সংক্রমণ ঠেকাতে আসছে নতুন কিছু বাধ্যবাধকতা। টিকা ছাড়া বন্ধ হচ্ছে জনসমাগমে উপস্থিতির। দেশটির জরুরি অবস্থা, সংকট ও দূর্যোগ মোকাবিলা কমিটির ঘোষণা অনুযায়ী আগামী আগস্ট থেকে নতুন এ আইন কার্যকর হবে।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, শুধুমাত্র করোনার সম্পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীরা আবুধাবির জনসমাগমপূর্ণ এলাকা শপিং সেন্টার, রেস্তোঁরা, ক্যাফে, সুপারমার্কেট ও ফার্মেসিতে যেতে পারবেন। এ ছাড়া টিকা গ্রহণকারীরা জিম, বিনোদন কেন্দ্র, ক্রীড়া কার্যক্রম, স্বাস্থ্য ক্লাব, রিসোর্ট, যাদুঘর, সাংস্কৃতিক কেন্দ্র, পার্ক, বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট, সরকারি ও বেসরকারি স্কুলে যেতে পারবেন। কমিটি বলছে, সিদ্ধান্তটি নাগরিকদের নিরাপত্তা বাড়িয়ে তুলবে। এতে করে সতর্কতা ও সুরক্ষা নিশ্চিত হবে।
এর আগে এক পরিসংখ্যানে দেখা গেছে, সংযুক্ত আরব আমিরাতে টিকা গ্রহণকারীদের মধ্যে বর্তমানে আক্রান্ত ও মৃত্যুর হার অনেকাংশে কম। টিকা গ্রহণকারীদের আক্রান্তের হার ১৬ শতাংশ ও মৃত্যুর হার ৬ শতাংশ। বিপরতীতে টিকা না নেওয়া নাগরিকদের করোনা আক্রান্তের হার ৮৪ শতাংশ ও মৃত্যুর হার বর্তমানে ৯৪ শতাংশ।