মনজুর আহমেদ,ওমান: ওমানে আজ ৩০ জুন (বোধবার) করোনা আক্রান্ত হয়ে ৪৪ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ২০০৯ জন।
দেশটিতে মোট রোগীর সংখ্যা ২৬৮,৫৪৫ এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩,১০০ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৩৪,৮৬৩ জন। সুস্থতার হাড় ৮৭.৫ পার্সেন্ট।
গত ২৪ ঘন্টায় ১৮৩ জন করোনা রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিবিড় পরিচর্যা ইউনিট (icu)’ তে ৫১৯ জনসহ মোট হাসপাতালে ১,৫৯৭ জন ভর্তি রয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রণালয় ও সুপ্রিম কমিটি এবং এমওএইচ কর্তৃক প্রদত্ত সামাজিক দূরত্বের নির্দেশাবলীর অনুসরণ করার জন্য সকলকে অনুরোধ করেছেন।
সূত্র: oman observer
Drop your comments: