সংযুক্ত আরব আমিরাতের পরিচিত মুখ, কমিউনিটি ব্যক্তিত্ব, রাজনীতিবিদ ও করোনা যোদ্ধা এস এম মোদাচ্ছের শাহ্’র সুস্থতা কামনায় খতমে শিফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২৮ জুন) আমিরাত বিএনপির সদস্য নাছির উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যক্তিত্ব ও শারজাহ বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম সিআইপি। দোয়া পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দীন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শারজাহ বিএনপির সভাপতি জনাব শাহাদাত হোসেন সুমন, বক্তব্য রাখেন শারজাহ বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জাকারিয়া রাশেদ, আমিরাত বিএনপির প্রচার সম্পাদক ও শারজাহ বিএনপির প্রধান উপদেষ্টা নুর নবী ভূইয়া, শাহানুর শাহীন, সেলিম উদ্দীন, তসলিম উদ্দীন চৌধুরী, রেজাউল করিম, মুজিবুল হক মঞ্জু, সাহেদুল ইসলাম সাহেদ, জিএম সাইফুল ইসলা, মুহাম্মদ তারেক, মুহাম্মদ হাছান, জাহাঙ্গীর আলম, হাবিব উল্লাহ প্রমুখ।
এসময় প্রবাসীদের প্রিয় মুখ ও করোনা যোদ্ধার রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়। এছাড়াও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল নেতৃবৃন্দের জন্য দোয়া করা হয়।