মনজুর আহমেদ, ওমান: ওমানে আজ ২৭ জুন (রবিবার) করোনা আক্রান্ত হয়ে ১১৯ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ৫৫১৭ জন।
দেশটিতে মোট রোগীর সংখ্যা ২৬২,০৫৯ এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২,৯৬৭ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২২৯,৯৯৮ জন।
গত ২৪ ঘন্টায় ২১৪ জন করোনা রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিবিড় পরিচর্যা ইউনিট (icu)’ তে ৪৮৯ জনসহ মোট হাসপাতালে ১,৬৩৫ জন ভর্তি রয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রণালয় ও সুপ্রিম কমিটি এবং এমওএইচ কর্তৃক প্রদত্ত সামাজিক দূরত্বের নির্দেশাবলীর অনুসরণ করার জন্য সকলকে অনুরোধ করেছেন।
সূত্র: oman observer
Drop your comments: