নিজস্ব প্রতিবেদকঃ সারা বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনায় হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। দেশে দেশে মানুষ আজ বিপর্যস্ত। স্কুুল, কলেজ, মাদ্রাসা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, গণপরিবহন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। সব ধরণের অফিস আদালতে চলছে ছুটি। মানুষের মধ্যে দেখা দিয়েছে খাদ্য সংকট।
এমন সময় গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জ এলাকায় দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে ‘রমজান ফুড প্যাক’ বিতরণ করেছে এডুকেয়ার প্রজেক্ট।
মঙ্গলবার (১৪ মে) সকালে মীরগঞ্জ আল-হেরা একাডেমী প্রাঙ্গণে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে এই ‘রমজান ফুড প্যাক’ বিতরণ করা হয়।
বিশিষ্ট লেখিকা ও চিকিৎসক ডাক্তার শাহনাজ পারভীন ও লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আল্লামা টিটু এবং সাংবাদিক শেখ জাহিদ হাসানের সার্বিক তত্বাবধানে ও ‘এডুকেয়ার প্রজেক্ট’ আর্থিক সহায়তায় করোনা পরিস্থিতিতে ঘরে থাকা কর্মহীন অসহায় মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ নিতে আসা লোকজন জানান, অনেকেই করোনার কারণে কর্মহীন হয়ে পড়েছেন। অভাবের এই সময়ে খাবার দেয়ায় খুব খুশি। এমন উদ্যোগ থাকলে লক ডাউনের এই সময়ে অকারণে বাসা থেকে বের হতে চান না।
বিতরণকৃত রমজান ফুড প্যাক মধ্যে রয়েছে ২৫ কেজি চাল, ৫ লিটার সয়াবিন তেল, ৫ কেজি পেঁয়াজ, ৩ কেজি আলু, ২ কেজি ডাল মোট ৪০ কেজি সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন- মীরগঞ্জ আল-হেরা একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ জামাল, ডা. দেলোয়ার হোসাইন, ডাক্তার লায়েক আহমদ নাকি, ছাত্রনেতা এমদাদুল ইসলাম, সমাজকর্মী আব্দুল খালেক, সমাজকর্মী ও সংগঠক দেলোয়ার হোসাইন, প্রবাসী জাকারিয়া মাহমুদ, মাস্টার জসিম উদ্দিন, সমাজকর্মী আনহার উদ্দিন প্রমুখ।