বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও ব্রাজিল থেকে ইতালি প্রবেশে চলমান নিষেধাজ্ঞা ২১ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত ঘোষণা দিয়েছে।
জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে শুধু করোনা নয়, উপমহাদেশের ভয়ংকর ব্ল্যাক ফাঙ্গাস পরিস্থিতির ওপরও তীক্ষ্ণ নজর রাখছে ইতালি সরকার।
ভারতের পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এবং বাংলাদেশের পরিস্থিতি উন্নত হলেই ইতালির প্রবেশ দ্বার খুলবে।
তা না হলে, এভাবে সময় বারবার বৃদ্ধি পাবে বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
আটকে পড়া প্রবাসীদের কর্মস্থলে ফেরা নিশ্চিত করতে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান বৃহস্পতিবার ইউরোপীয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ড. জওভান্নি লিউনার্দির সঙ্গে বৈঠক করেছেন।
Drop your comments: