বাংলা এক্সপ্রেস ডেস্কঃ মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মোহাম্মদ সোহল (২৬) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
নিহত প্রবাসী শ্রমিক সোহেল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কিল্লাপাড়া নাছির মুহাম্মদ চৌধুরীবাড়ি বদিউল আলমের ছেলে।
শনিবার মধ্যপ্রাচ্য প্রবাসী সোহেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইউছুফ মেম্বার।
তিনি জানান, স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহর আল তাউন এলাকার নির্মাণাধীন একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রবাসী সোহেল দগ্ধ হয়ে গুরুতর আহত হন।
তিনি আরও জানান, নির্মাণাধীন ভবনটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে চতুর্দিকে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শারজাহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এরপর ভবনের নির্মাণ শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেওয়া পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এদিকে প্রবাসী নির্মাণ শ্রমিক সোহেলের মৃত্যুর খবর দেশের বাড়িতে ছড়িয়ে পড়লে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে। চলতি বছরের শেষ দিকে তার দেশে ফেরার কথা ছিল।