আজিজুর রহমান দুলালঃ আলফাডাঙ্গা পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
বাজেটে সর্বমোট ১৯ কোটি ১২ লক্ষ ৩ হাজার ৮৮৪ টাকা আয় ধরা হয়েছে। ৫ কোটি ৩০ হাজার ৬৯৬ টাকা উদ্ধৃত রেখে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ৬ লক্ষ ৭৩ হাজার ১৮৮ টাকা।
এছাড়া এবার বাজেটে রাজস্ব খাতে আয় ১ কোটি ২৮ লক্ষ ৮০ হাজার টাকা ও ব্যয় ১ কোটি ২২ লক্ষ ৫৬ হাজার ৯৬০ টাকা ধরা হয়েছে।
মঙ্গলবার ১৫ই জুন ১১টায় আলফাডাঙ্গা উপজেলা হল রুমে সামাজিক দূরত্ব বজায় রেখে এ বাজেট পেশ করেন পৌর মেয়র সাইফুর রহমান সাইফার।ঘোষিত বাজেটে উন্নয়ন খাতেই বেশি গুরুত্ব দেয়া হয়েছে। এসব আয়ের বড় অংশের জোগান আসবে সরকারের বিভিন্ন প্রকল্পের বরাদ্দ থেকে। রাজস্ব খাত থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ২৩ হাজার ৪০ টাকা।
Drop your comments: