রাষ্ট্রীয় বিমানসংস্থা পরিবহন সংস্থা সাউথ আফ্রিকান এয়ারওয়েজ (এসএএ) বিক্রি করে দিচ্ছে দক্ষিণ আফ্রিকা।।স্থানীয় জেট-লিজিং সংস্থা ও বেসরকারি-ইকুইটি ফার্মের কাছে এয়ারলাইনসটির অধিকাংশ শেয়ার বিক্রি করে দিতে সম্মত হয়েছে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি।
দক্ষিণ আফ্রিকার পাবলিক এন্টারপ্রাইজ-বিষয়ক মন্ত্রী প্রভিন গর্ডান জানিয়েছেন, জোহানেসবার্গভিত্তিক গ্লোবাল এয়ারওয়েজের সমন্বিত একটি কনসোর্টিয়াম এবং বেসরকারি ইকুইটি ফার্ম হ্যারিথ জেনারেল পার্টনারর্স এসএএর ৫১ শতাংশ শেয়ারের মালিক হবে।
কনসোর্টিয়ামটি সম্প্রতি লিফট নামে একটি অভ্যন্তরীণ উড়োজাহাজ পরিবহন সংস্থা উন্মোচন করেছে। অন্যদিকে সরকার সংস্থাটির অল্পসংখ্যক অংশীদারিত্ব ধরে রাখবে।
লিফটের সহপ্রতিষ্ঠাতা গিডন নভিক ও হ্যারিথের প্রধান নির্বাহী কর্মকর্তা শেপো মাহলোইলে এক সাক্ষাত্কারে বলেছেন, টাকাটসো নামের গ্রুপটি আগামী তিন বছরে ৩৫০ কোটি র্যান্ড (২৫ কোটি ৮০ লাখ ডলার) বিনিয়োগ করবে।