এস রহমান সোহেল, স্টাফ রিপোর্টারঃ বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া ঢাকা আদাবর থানাধীন মানুষের পাশে দাঁড়িয়েছেন আদাবর আওয়ামিলীগ নেতা আব্দুর রাজ্জাক। তিনি ঢাকাতে কোরোনা ভাইরাস সংক্রমনের শুরু থেকে আওয়ামীলীগ মোহাম্মদ পুর থানা সাংগঠনিক সম্পাদক আবু সায়েম শাহিনের পাশে থেকে মোহাম্মদ পুর,শ্যামলী ও আদাবরের আনাচে-কানাচে অসহায় মানুষদের খুজে খুজে উপহার সামগ্রী পৌঁছে দেন।
নিজ উদ্যোগেও অনেকের কাছে পৌঁছে দিয়েছেন খাদ্য সামগ্রী, অবশেষে নিজের ব্যবহৃত বাইক বিক্রি করে পবিত্র মাহে রমজান উপলক্ষে যারা নিজের সম্মানের কথা বিবেচনা করে কার কাছে হাত বাড়াতে পারছেন না তাদের খবরাখবর নিয়ে সেই টাকা দিয়ে ইফতার সামগ্রী ও ঈদের মিষ্টান্ন প্যাকেট করে পৌঁছে দিচ্ছেন বাসায় বাসায়।
আব্দুর রাজ্জাক বলেন, “টাকা থাকলেই দান করা যায় না। টাকার সাথে সাথে মনও লাগে। ভালো নেতার সৈনিক ভালোই হবে এটাই সাভাবিক।”
তিনি ১১ই এপ্রিল নিজ ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন যে অসহায়দের পাশে থাকার জন্য প্রয়োজনে বাইক বিক্রি করে খাবার পৌঁছে দিবো।
ঠিক যে কথা সেই কাজ ১২ মে বাইক বিক্রি করে তার প্রতিফলন ঘটালেন, রাজ্জাক আরো বলেন আমি আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমি আমার প্রতিবেশীদের পাশে থাকতে চাই।