মো. রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরে ১৭৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো.আব্দুর কাদের (৩০) ও আহম্মেদ রিয়াদ হাসান (২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।
শনিবার (১২ জুন) বিকেলে এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে যশোর কোতয়ালী মডেল থানাধীন ঝাউদিয়া এলাকা থেকে মাদকসহম তাদেরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, যশোর কোতয়ালী মডেল থানাধীন ঝাউদিয়া গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের ছেলে আব্দুল কাদের ও ফরিদপুর ৮নং ওয়ার্ডের মুকুল হোসেনের ছেলে রিয়াদ হাসান।
যশোর র্যাব ৬ ক্যাম্পের কোম্পানী কমান্ডার (মেজর) মোহাম্মদ শরীফুল আহসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ঝাউদিয়া সাকিনস্থ জনৈক রেজাউল এর আড়ৎ এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে ইয়াবা ট্যাবলেটসহ তাদের দুইজনকে হাতেনাতে আপক করা হয়। উদ্ধারকৃত আলামত ও ধৃত আসামী’কে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করতঃ ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারনী ক্রমিক ১০ (ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।