আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রাম আজিজুল উলূম হাফেজিয়া মাদ্রাসা মোড়ে ঝুঁকিপূর্ণ বাঁক থাকায় উভয়মুখী যাত্রীদের মরণ ফাঁদে পরিণত হয়েছে।
দূর থেকে এসব টেক-বাঁকগুলি দেখা না যাওয়ার কারণে এই সকল টেকবাঁকে যানবাহন চলচলের সময় ভয়াবহ দুর্ঘটনার ঘটে থাকে। তাছাড়া বাঁকের পাশেই রয়েছে শিরগ্রাম শাহাজাদী শিরিন বালিকা বিদ্যালয়,একটি মহিলা মাদ্রাসা, একটু সামনে এগোলেই জয়দেব পুর বাজার থাকায় এটি উভয়মুখী গাড়ি চলাচলের ক্ষেত্রে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
দূর থেকে এসব টেক-বাঁকগুলি দেখা না যাওয়ার কারণে এই সকল টেকবাঁকে যানবাহন চলচলের সময় ভয়াবহ দুর্ঘটনার ঘটে থাকে।
উল্লিখিত টেক-বাঁকে প্রতিনিয়ত প্রাণহানির মত ঘটনা ঘটছে। তৎমধ্যে বেশির ভাগ দুর্ঘটনা টেক বা বাঁকে অতিক্রম করার সময় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন,এই মোড়টা সোজা করলেই দুর্ঘটনা থেকে অনেকটাই রক্ষা পেত।এসব টেক- বাঁক সোজা করার প্রয়োজন হলেও বাস্তবে তা হচ্ছেনা।উপজেলা চেয়ারম্যান, প্রশাসন,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বাররা যদি বাঁকা মোরটা সোজা করার ব্যবস্থা নিলে অনেকাংশে দুর্ঘটনা থেকে রক্ষা পেত।