বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে ২ কেজি ভারতীয় গাঁজা সহ জাকির হোসেন (৩৫) ও ফরমাদুল ইসলাম (৪০) নামে দুইজনজনকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুন) রাত ৮ টার দিকে তাদেরকে ছোট আঁচড়া মোড় থেকে হাতেনাতে আটক করা হয়। আটক জাকির হোসেন ছোটআঁচড়া গ্রামের মৃত শহিদ গাজীর ছেলে ও ফরমাদুল ইসলাম বড় আঁচড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুম বিল্লাহ,এএসআই আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ছোটআঁচড়া মোড় নামক স্থান থেকে ভারতীয় গাঁজাসহ তাদের কে হাতেনাতে আটক করা হয়।
Drop your comments: