সংযুক্ত আরব আমিরাতের রাস-আল-খাইমার কারাগারের আসামিদের করোনার ভ্যাকসিন দেওয়া শুরু করেছে কারা কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার থেকে স্বাস্থ্য ও মানব সম্পদ মন্ত্রণালয়ের যৌথ পদক্ষেপে কারাবন্দিদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে টিকা প্রদান শুরু করা হয়েছে।
রাস-আল -খাইমার পুলিশ প্রধান মেজর জেনারেল আলী বিন আলওয়ান আল নুয়াইম বলেন,’আরব আমিরাত একটি মানবিক দেশ। এখানে কারাবন্দি টিকা থেকে বঞ্চিত থাকতে পারে না। পর্যায়ক্রমে শতভাগ কারাবন্দী করোনার ভ্যাকসিন পাবেন।’
Drop your comments: