গত ৩১শে মে নূর আলম নামে একজন আবুধাবী প্রবাসী হঠাৎ করে মারা যান। ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর মজলিস পুর গ্রামে তার দেশের বাড়ি। দেশে দশম শ্রেণির পড়ুয়া এক মেয়ে, সপ্তম শ্রেণীতে পড়া ও সাড়ে তিন বছরের দুই ছেলে আছে। ছোট ছেলেটিকে গর্ভে রেখে বিদেশ এসেছিলেন।
চার বছর থেকে দেশে যায়নি, তাই বাপ-ছেলের আর পৃথিবীতে দেখা হলোনা। আবুধাবিতে পোর্টে একটি ভালো কোম্পানি কাজ করায় তার লাশ পাঠাতে সমস্যা হয়নি। কোম্পানির মালিক সমস্ত খরচ ও তার যাবতীয় হিসাব বরাবর বুঝিয়ে দিয়েছে যা দূতাবাসের মাধ্যমে পাঠানো হবে বলে জানালেন একই কোম্পানি কাজ করা আরেক বাংলাদেশী মোঃ জামাল। যিনি আজ আবুধাবি থেকে সন্ধ্যা ছয়টার ফ্লাইটে লাশ বুকিং দিয়ে আসলেন।
মৃত নূর আলমের লাশ আলহামদুলিল্লাহ মাত্র নয় দিনের মধ্যেই দেশে যাচ্ছ এটা শত কষ্টের মাঝেও একটা সান্তনা যে এতো দ্রুত যাচ্ছে। অথচ ইউএইর অনেক হাসপাতালের লাশের হিমঘরে রয়েছে অনেক প্রবাসী বাংলাদেশিদের লাশ দীর্ঘদিন থেকে। আল্লাহ নূর আলমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক ও সকল প্রবাসীকে হেফাজত করুক।