কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
মঙ্গলবার(১২ মে) সকালে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি’র উদ্যোগে জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি বিওপি’র আওতাধীন ডেবডেবি হাইস্কুল মাঠ ও ভাওয়ালকুড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে সহস্রাধিক পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২-বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আরিফুজ্জামান প্রমুখ।
Drop your comments: