ফরিদপুর প্রতিনিধিঃ “শতভাগ আস্থা নিয়ে জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ এর সাথে কাজ করা যেতে পারে” বলে দাবি করেন উক্ত প্রতিষ্ঠানের উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইউছুফ উদ্দিন।
আজ ৭ জুন, সোমবার, ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার সরকারি কলেজ রোডে জেনিথ ইসলামী লাইফ
ইন্সুরেন্স লিঃ এর নতুন শাখা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আলফাডাঙ্গা এজেন্সি অফিস ইনচার্জ ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ হারুনুর রশীদের প্রণাবন্ত সঞ্চালনার এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বোয়ালমারী অফিস ইনচার্জ ও ভাইস প্রেসিডেন্ট ডাঃ মোঃ ইমরান হোসেন বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ফরিদপুর আঞ্চলিক অফিসার ও প্রকল্প পরিচালক মোঃ মাহাবুবুর রশীদ নয়ন।
অনুষ্ঠানে বক্তারা বলেন বর্তমান সরকার বীমা শিল্পের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের ন্যায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (ইদরা) নামের একটি বিশেষ প্রতিষ্ঠানের মাধ্যমে বীমা কোম্পানিগুলোকে শক্ত হাতে নিয়ন্ত্রন করছে। বীমা কোম্পানীগুলো এখন অনেক উন্নত সেবা ও মেয়াদ উত্তীর্ণের ৩০ দিনের মধ্যেই গ্রাহকের দাবি পরিশোধ করছে। তা ছাড়া গ্রাহকসেবা নিশ্চিত করতে কোম্পানীগুলো এখন বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান শুরু করেছে।
বর্তমানে ৩৩ টি লাইফ ইন্সুরেন্স কোম্পানির মধ্যে জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ শতভাগ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। গ্রাহকের প্রিমিয়াম জমা হতেই এস,এম,এস এর মাধ্যমে গ্রাহককে জানিয়ে দেওয়া হয়। পাশাপাশি ১৭টি স্বনামধন্য ব্যাংক, নগত, রকেট ও বিকাশ সেবার মাধ্যমে গ্রাহক তার প্রিমিয়াম জমা দিতে সক্ষম হচ্ছে। এস বি দাবী, মেয়াদোত্তির্ণের দাবী ও মৃত্যু দাবীর টাকা এখন সরাসরি গ্রাহক অথবা নমিনির ব্যাংক একাউন্টে জমা করার মাধ্যমে গ্রাহকের হয়রানি বন্ধ হয়েছে।
এই সেবাকে গ্রাহকের দোরগোড়ে পৌছে দিতে বোয়ালমারী অফিস মাইলস্টোন হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইভিপি নাজমা রশীদ, ভিপি মিতানুর বেগম সহ অন্যান্য অফিসার বৃন্দ।