চট্টগ্রামে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে বেশির ভাগ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা ভারী বর্ষণে নগরীর বিস্তৃত এলাকায় জলাবদ্ধতার পাশাপাশি চরম যানজটে পড়েছে নগরবাসী।
ভারী বর্ষণে নগরীর অধিকাংশ সড়ক ও নিচু এলাকার কোথাও কোথাও কোমর ও হাঁটুসমান পানি জমে য়ায়। সকালে নগরীর আগ্রাবাদ, সিডিএ আবাসিক, সরাইপাড়া, শান্তিবাগ, হালিশহর, ষোলশহর, ওয়াসা, মুরাদপুর, বাকলিয়া, রাহাত্তারপুর, বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজারসহ অক্সিজেন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। পাশাপাশি বাসাবাড়ি, অফিস, হাসপাতাল, মার্কেট ও বিভিন্ন দোকানে পানি ঢুকে পড়ায় দুর্ভোগ বেড়েছে। নানা কাজে ঘর থেকে বের হওয়া হাজারও মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ ছাড়া নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের নিচ তলায় হাঁটুসমান পানি ওঠার কারণে চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা।