সংযুক্ত আরব আমিরাতে দেশীয় প্রতিষ্ঠান প্রাণের প্রসার দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ব্যবসার পাশাপাশি প্রবাসীদের কাছে পৌঁছাতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে প্রাণ।
এরই ধারাবাহিকতায় আমিরাতে প্রবাসী নারীদের নিয়ে ‘মাস্টার শেফ অনলাইন কন্টেস্ট’ চালু হয়। সেই প্রতিযোগিতায় ১২ জন বিজয়ী নির্বাচিত হোন। গতকাল শুক্রবার শারজার হুদায়বিয়া রেস্টুরেন্টের হল রুমে প্রাণের ব্যবস্থাপনায় ও বাংলাদেশী লেডিস গ্রুপ ইন ইউএই’র আয়োজনে রান্না প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্টানের আয়োজন করা হয়।
লেডিস গ্রুপের আবেদা বুশরার সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন এমার্জিং ওয়ার্ল্ডের ম্যানেজিং ডিরেক্টর ও প্রানের আমিরাতের বিজনেস পার্টনার মোহাম্মদ হাসান মাহাবুব । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেড ওব সেলস (OT) আবু বকর সিদ্দিক, মার্কেটিং ম্যানেজার সিরাজুস সালেহীন, চ্যানেল ম্যানেজার নুপুর সহ প্রাণের কর্মকর্তা ও কর্মচারী ।
এসময় প্রধান অতিথি বলেন, প্রাণ বাংলাদেশী সংস্কৃতি চর্চায় অবদান রাখতে সবসময় অঙ্গীকারবদ্ধ, তাই বাংলাদেশীদের নিয়ে এই আয়োজন। প্রবাসীদের সঙ্গে প্রাণ এভাবেই জড়িয়ে যাবে। আমরা এই সংস্কৃতি বর্ধনের প্রচেষ্টা সামনে অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি বাংলাদেশী কমিউনিটি সবসময় আমাদের পাশে থাকবে।
তিনি আরো বলেন, সামনে আমরা বাংলাদেশী কমিউনিটি ওরিয়েন্টেড প্রোগ্রাম এ বাংলাদেশীদের থেকে বিভিন্ন গুনে শিল্পী নির্বাচন করবে । এতে করে প্রবাসী শিল্পীদের প্রতিভা ফুটিয়ে উঠবে।