May 6, 2024, 10:39 am
সর্বশেষ:
মৌলভীবাজার আদালত প্রাঙ্গণে “ন্যায়কুঞ্জ” উদ্বোধন করেন প্রধান বিচারপতি আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালী লবন শ্রমিক কল্যান ইউনিয়নের আলোচনা সভা ও র‌্যালী আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালীতে রিক্সা শ্রমিকদের আলোচনা সভা ও র‌্যালী রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চুয়াডাঙ্গায় সোনারগাঁয়ে বেপরোয়া মহিউদ্দিন পেপার মিলস, বিলিং ঘর ধসে পড়ে ১০ লাখ টাকার ক্ষতি আলফাডাঙ্গায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় বান্দরবানের ট্রাস্ট ব্যাংকের পাশে আগুন,পুড়ে ছাই দোকান ও বসতঘর           শ্রীমঙ্গল মহিলা ভাইস-চেয়ারম্যান এর বিরুদ্ধে সম্পত্তি জবর দখলের অভিযোগ বাজারে ধানের দাম কম, শ্রমিকের মজুরি বেশি সাতক্ষীরা তালা উপজেলার তরুণ প্রজন্ম অনলাইন জুয়ায় আসক্ত

সাতক্ষীরা পৌরসভার খসড়া বাজেট অনুষ্ঠিত

  • Last update: Thursday, May 27, 2021

আবদুল্লাহ আল মামুন: সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভায় ২০২১-২২ অর্থ বছরের খসড়া বাজেট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টায় সাতক্ষীরা পৌর সভার সম্মেলন কক্ষে এ বাজেট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সভাপতিত্বে খসড়া বাজেট পেশ করেন পৌর সভার সিনিয়ির হিসাব রক্ষণ কর্মকর্তা আক্তার হোসেন তালুকদার।

সভায় বাজেটে উপাংশ-১ ও ২ সহ রাজস্ব আয় ধরা হয়েছে ১৮,০২,৯২,২৩২ টাকা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আওতায় উন্নয়ন আয় ধরা হয়েছে ১২ কোটি ৯৯ লক্ষ ৯৬ হাজার ৪০৫ টাকা এবং জার্মান সহায়তাপুষ্ট ক্রিম প্রকল্পের আওতায় উন্নয়ন প্রকল্প খাতে আয় ধরা হয়েছে ৪০ কোটি টাকা। আর রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৬৩ লক্ষ ৩০ হাজার টাকা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আওতায় উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৯৯ লক্ষ ৯৬ হাজার ৪০৫ টাকা এবং উন্নয়ন প্রকল্প খাতে ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি টাকা, সমাপনী স্থিতি রাখা হয়েছে ৩ কোটি ৩৯ লক্ষ ৬২ হাজার ২৩২ টাকা। সর্বমোট ৭১ কোটি, ০২ লক্ষ ৮৮ হাজার ৬৩৭ টাকার বাজেট সর্বসম্মতিক্রমে সভায় অনুমোদন করা হয়।

এসময় পৌরসভার নাগরিক, কাউন্সিলর, সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি বলেন, ২০২১-২০২২ অর্থ বছরের খসড়া বাজেট চূড়ান্ত অনুমোদন করতে যাচ্ছি।
তিনি আরও বলেন, সরকারের একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রতিপালনের মধ্য দিয়ে ৩১ মে-র মধ্যে বাজেট পৌর পরিষদের বিশেষ সভায় অনুমোদন করতে হবে। এরই ধারাবাহিকতায় আজকের এ বাজেট সভা। বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের কারণে দেশব্যাপী লকডাউন থাকায় আমরা নগর সমন্বয় কমিটির বিশেষ বাজেট সভাটি করতে পারিনি। তবে পরবর্তীতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা জনসম্মুখে বাজেট ঘোষণা অনুষ্ঠানটি সপন্ন করে নেব। বাজেট সভায় পৌর কাউন্সিলরবৃন্দ বাজেটের খুটিনাটি বিভিন্ন দিক যাচাই বাছাই অন্তে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ দেন। সেই আঙ্গিকে কোন প্রকার নতুন কর আরোপ না করে অর্থাৎ জনগণের উপর কোন প্রকার বাড়তি চাপ না পড়ে সে কথা চিন্তা করে এ বাজেটটি করা হয়েছে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC