ইসরায়েলের আগ্রাসনের শিকার ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশটিকে ওষুধ সহায়তা দিয়েছে বিএনপি।
বুধবার (২৬ মে) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকায় দেশটির ঢাকাস্থ দূতাবাসে দলের পক্ষ থেকে এ সহায়তা পৌঁছে দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় ফরেন রিলেশন্স কমিটির সদস্য ড. ইনামুল হক চৌধুরী, বিএনপির চেয়াপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
শায়রুল কবির খান জানান, একটি কভার্ডভ্যানে করে ওষুধ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
এরআগে গত রবিবার বিএনপি মহাসচিব বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘ইসরায়েল-ব্যতীত’ কথাটি সরিয়ে দেওয়ায় সমালোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার কেন নতুন করে প্রেম করতে যাচ্ছে ইসরায়েলের সঙ্গে? ইসরায়েল আসলে মধ্যপ্রাচ্য নয়, গোটা পৃথিবীর জন্য এখন একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে।