অনাবাসিক এবং প্রথমবারের জন্য দর্শনার্থী- যারা করোনা টিকার উভয় ডোজ নিয়েছেন এবং দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার ১৪ দিন শেষ করেছেন, তাদের সৌদিতে পৌঁছে কোয়ারেন্টাইনে থাকতে হবে না বলে জানিয়েছে রাষ্ট্রীয় বিমানসংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিমান এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে বলেছে, কোয়ারেন্টাইনে না থাকতে যাত্রার সময় অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে টিকা নেওয়ার প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে।
এছাড়া, আবাসিক বা ইকামা ধারক, যারা সৌদি আরব থেকে তাওয়াকল্লা অ্যাপের মাধ্যমে আবেদন করে ঙ্করোনারর প্রথম বা দ্বিতীয় (উভয় বা যেকোনো একটি) টিকা নিয়েছেন এবং যাদের অবস্থান অ্যাপে (Immune) অবস্থায় আছে, তাদের সৌদি আরবে গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে না।
Drop your comments: