শ্রীলংকা শিবিরে করোনার হানায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শংকা জেগেছিল।
অবশেষে করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে নির্ধারিত সময়েই শুরু হয়েছে ম্যাচ। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচের শুরুতেই বাংলাদেশ শিবিরে ধাক্কা দিলেন লংকান পেসার দুশমন্থ চামিরা। রানের খাতা খুলতেই দেননি ওপেনার লিটন দাসকে।
অন্যপ্রান্তে ব্যাট চালিয়ে যাচ্ছেন অধিনায়ক তামিম। ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন। প্রথম বাংলাদেশি হিসেবে ১৪ হাজার রানের ক্লাবে ঢুকে পড়লেন বাংলাদেশ দলের এই ড্যাশিং ওপেনার। প্রথম ওভারেই চার হাঁকিয়ে এ কীর্তিতে নাম লিখিয়েছেন তামিম।
শ্রীলংকার বিপক্ষে এই ওয়ানডে ম্যাচে নামার আগে তামিমের সংগ্রহ ছিল ১৩ হাজার ৯৯৮ রান। আজ শ্রীলংকার পক্ষে প্রথম ওভার বল করতে আসেন পেসার ইসুরু উদানা। প্রথম ৫টি বল দেখেশুনে খেলার পরে ওভারের শেষ বলে ৪ হাঁকান। ওয়ানডেতে তামিম স্পর্শ করেন ৭৪৫৬ রান। টেস্টে তার রান সংখ্যা ৪৭৮৮ রান। টি-টোয়েন্টিতে ১৭৫৮ রান। অর্থাৎ উদানার বলে বাউন্ডারি মেরে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান স্পর্শ করেছেন তামিম।
লিটনের আউটের পর ব্যাট হাতে নেমেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২৭ রান। ওভার হয়েছে ৮টি। ওপেনার তামিম ২১ বলে ১২ রানে অপরাজিত। অন্যপ্রান্তে ২৪ বল খেলে ১২ রানে ব্যাট করছেন সাকিব।