
আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: আমরা জানি সুন্দরবনের মধু সবচেয়ে খাটি। কিন্তু আজ বুঝলাম সেখানেও চিটার চক্র সক্রিয়।শুক্রবার মধ্য রাতে সুন্দরবনের বাদুড়ঝুলি এলাকার কুমনিওয়ালা খাল থেকে সাত মৌয়াল ও ১৫ বস্তা চিনিসহ মধু তৈরির সরঞ্জামাদী আটক করেছে বনবিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে মৌয়ালদের হাতে নাতে আটক করতে সম্ভব হয়েছে বলে জানান বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ।
স্টেশন কর্মকর্তা বলেন, বৃহস্পপতিবার সকালে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে মধু কাটার পাশ নিয়ে গাবুরা ৯নং সোরা এলাকার আব্দুল হাকিম শেখের ১৫ জনের একটি মৌয়াল দল সুন্দরবনে প্রবেশ করে ১৫ বস্তা চিনি ও মধু তৈরির সরঞ্জাম নিয়ে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্য রাতে বনবিভাগ তাদেরকে আটক করে রাতে নিরাপত্তার স্বার্থে মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়িতে রাখা হয়।
আটককৃতরা হলেন সাত্তার মোড়ল (৪৫) পিতার মৃত্যু নুরমান মোড়ল, কুবাত আলী (৫০) পিতা মৃত্যু হাজের বদ্ধি, শাহাদাত (৫০) পিতা মৃত্যু এলাহী বক্স মালী, সাহেব আলী (৫২) পিতা মৃত্যু সফদুল গাজী, ইয়াসিন গাজী (৪৫) মজিদ গাজী (৫০) উভয় পিতা মৃত্যু ফুলচাদ গাজী। সবাই গাবুরা ইউনিয়নের ৯নং সরা গ্রামের বাসিন্দা। অপরজন পাতাখালী ইউনিয়নের গড়কোমরপুর গ্রামের মোসলেম সানার পুত্র আবু বক্কর (৫২)।
আটককৃতদের কাছ থেকে ২ট নৌকা, ১৫বস্তা চিনি, ৩৫টা ড্রাম, দাঁড় ৯টা, বৈঠা ৪টাসহ দা-কুড়াল ও বল্ব উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।