ফরিদপুর জেলা প্রতিনিধি: পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রনালয়ের একটি কক্ষে পাঁচ ঘন্টা আটক রেখে হেনস্থা ও নিপীড়ন এবং মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ সাংবাদিক জোট ফরিদপুর জেলা শাখা।
একই সাথে তার নি:শর্ত মুক্তির দাবিতে আগামী ২৪ ঘন্টার সময় বেধে দিয়েছে মানববন্ধনে অংশগ্রহনকারি সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা। ২২ শে মে শনিবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ সাংবাদিক জোট ফরিদপুর জেলা শাখার সভাপতি মো: হায়দার খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম আলো পত্রিকার স্টাফ রিপোর্টার পান্না বালা, চ্যানেল এস এর ফরিদপুর জেলা প্রতিনিধি এস.এম আকাশ, বাসাজ এর জেলা শাখার সহ-সভাপতি মাসউদুর রহমান, সংগঠনের সাধারন সম্পাদক এবং দৈনিক তৃতীয় মাত্রা ও ভয়েস অব এশিয়ার ফরিদপুর জেলা প্রতিনিধি ইব্রাহীম হোসাইন, অর্থ সম্পাদক এস,এম মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইনামুল হাসান মাসুম, সাংগঠনিক সম্পাদক মোহাব্বদজান চৌধূরী, প্রচার সম্পাদক মো: সাব্বির হোসেন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম, নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মোল্লা, নিরঞ্জন মিত্র (নিরু), সোমা রানী বিশ্বাস, মো: রাকিব সেক (রাজ), কে.এম.সাঈদ হাসান, মো: সাঈদুর রহমান, ওবাইদুর রহমান, আজিজুর রহমান দুলাল, মাহমুদুর রহমান তুরাণ, নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক লিয়াকত হোসেন, দৈনিক প্রথম আলো পত্রিকার ফটোগ্রাফার রনি প্রমুখ। এ ছাড়াও ঢাকা মানবাধিকার ও সাংবাদিক সংস্থার চেয়ারম্যান আবুল হোসেন আজাদ, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুক) এর ফরিদপুর জেলা শাখার সভাপতি এ্যাডভোটেক মিরাজ শরীফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে সাংবাদিক রোজিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার পুর্বক তাকে মুক্তি দিতে হবে। অন্যথায় তারা আরো কঠোর কর্মসুচির দিকে অগ্রসর হবেন বলে জানান।