বিমান বিধ্বস্ত হয়ে নাইজেরিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইবরাহিম আত্তাহিরু নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২১ মে) এই দুর্ঘটনা ঘটে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাদুনায়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, কাদুনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি এই দুর্ঘটনা ঘটেছে।
নাইজেরিয়ার বিমান বাহিনী জানিয়েছে, সেনাপ্রধান ইবরাহিম আত্তাহিরুসহ বিমানটিতে থাকা সব যাত্রী নিহত হয়েছেন। কী কারণে সামরিক বিমানটি এমন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লো, তা জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল ৫৪ বছর বয়সী আত্তাহিরুকে। জঙ্গি তৎপরতা দমনে নাইজেরিয়া সরকার যে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে তারই অংশ হিসেবে আত্তাহিরুকে দায়িত্ব দেওয়া হয়। সেনাপ্রধানের দায়িত্ব পেয়ে এই অল্প সময়ের মধ্যেই জঙ্গি তৎপরতা দমনে তিনি সফলতার স্বাক্ষর রেখেছিলেন।