মো. রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন চাঁচড়া মোমিনপাড়া সাকিনস্থ ৬৫ নং চাঁচড়া ভাতুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৬টি তাজা বোমা সহ মো. অকিল উদ্দন তুষার (৩৩) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব সদস্যরা।
শনিবার (২২ মে) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন অভিযান চালিয়ে তাজা বোমা সহ তাকে আটক করে। আটক সন্ত্রাসী তুষার চাঁচড়া দারোগা বাড়ি এলাকার মৃত মোজাহার আলীর ছেলে।
যশোর র্যাব-৬, সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬টি বোমা সহ একজনকে আটক করা হয়। আটক তুষারের বিরুদ্ধে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করতঃ ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানাবলী আইন (সংশোধনী/২০০২) এর ৪ ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।