ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেছেন কুয়েতের শত শত মানুষ। করোনাভাইরাস মহামারির কারণে কঠোর বিধিনিষেধের মধ্যে বুধবার কুয়েত সিটিতে সমবেত হয়ে ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদ জানান তারা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যথাযথ করোনাবিধি মেনে অল্প কিছু মানুষকে পায়ে হেঁটে প্রধান চত্বরে গিয়ে বিক্ষোভ করার অনুমতি দেয় কুয়েতি প্রশাসন।
এসময় বিক্ষোভকারীরা ‘ডেথ টু ইসরায়েল’ (ইসরায়েলের মৃত্যু পর্যন্ত) স্লোগান দেন এবং ইসরায়েলের একটি পতাকায় আগুন ধরিয়ে দেন। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো উপসাগরীয় দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে করা সম্পর্ক স্বাভাবিককরণ চুক্তি বাতিলেরও আহ্বান জানান তারা।
ওসামা আল-জাহিদ নামে কুয়েতের এক রাজনীতিক বলেন, আমরা জিসিসিতে (উপসাগরীয় সহযোগিতা সংস্থা) আমাদের বন্ধুদের কাছে বার্তা পাঠাচ্ছি যে, ইহুদিদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ উপকার করবে না। এটি শুধু ফিলিস্তিনি জনগণের হত্যাকারীদেরই সাহায্য করবে।