অনলাইন ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুর থেকে আলু বোঝাই পিকআপ ভ্যানের পাটাতন থেকে ৫০০ বোতল ফেনসিডিল ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-২। শনিবার (৯ এপ্রিল) মোহাম্মদপুর টাউনহল থেকে আলু বোঝাই ট্রাক থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। র্যাব-২, সিপিএসসি, বসিলার কোম্পানি কমান্ডার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন খবরে তারা জানতে পারেন একদল মাদক ব্যবসায়ী সীমান্ত এলাকা জয়পুরহাট থেকে আলু বোঝাই ট্রাকে করে মাদকের চালান নিয়ে ঢাকার মোহাম্মদপুর টাউন হল আসবে। এরপর রবিবার টাউনহল এলাকায় র্যাব-২ এর একটি দল অবস্থান নেয়। বেলা সোয়া ২টার দিকে টাউন হল মার্কেটের উত্তর পাশে আলু ভর্তি একটি পিক আপ আসে। এরপর র্যাব সদস্যরা ট্রাকটিতে থাকা আরোহীদের তল্লাশি শুরু করে। ট্রাকে থাকা আরোহীদের ব্যাকপ্যাকে ২০/৩০ বোতল করে ফেনসিডিল পাওয়া যায়। এরপর ট্রাকের হেলপারকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, গাড়িটিতে একটি গোপন চেম্বার রয়েছে। ট্রাকের পাটাতনের ভিতরে বিশেষ কায়দায় তৈরি করা চেম্বারের কাভার খুলে দেয় হেল্পার। সেখান থেকে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এসময় রিদোয়ান (২৯), আবুল কালাম আজাদ (৪৫), বাচ্চু মিয়া (৩৬), আনিছুর মণ্ডল (৩২) ও লতিফ (৫২) নামে পাঁচজনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ড্রাইভার আনিস ও হেলপার বাচ্চু জানিয়েছে গ্রেফতার অপর ৩ ব্যক্তি ঢাকার ক্রেতা। জয়পুরহাট থেকে মাদক এনে ঢাকার পার্টিকে দেওয়া তাদের কাজ। গাড়ির মালিকানা সম্পর্কে জিজ্ঞাসা করলে ড্রাইভার জানায়, রিপন নামের মাদক ব্যবসায়ী ঢাকা হতে ট্রাকটিতে বিশেষভাবে পাটাতনে চেম্বার তৈরি করে তা জয়পুরহাট পাঠিয়েছে শুধুমাত্র মাদকের চালান আনা-নেওয়ার জন্য। গাড়ির ইঞ্জিন ও চেসিস নাম্বার ঘষামাজা করে উঠিয়ে ফেলা হয়েছে। গাড়িটিতে থাকা রেজিস্ট্রেশন নাম্বার ভুয়া। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।
উৎসঃ বাংলা ট্রিবিউন