দক্ষিণ আফ্রিকায় এক প্রবাসী বাংলাদেশিকে অপহরণ করে মুক্তিপণ নিতে এসে পুলিশের পাতা ফাঁদে অস্ত্রসহ গ্রেফতার হয়েছেন আরেক বাংলাদেশি।
শুক্রবার (৭ মে) দেশটির কোয়াজুলু নাটাল প্রদেশের নিউক্যাসেল এলাকায় অপরহরণকারী রিয়াজ রিজুকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তিতে তৎক্ষণাৎ অভিযান চালিয়ে অপহৃত মনসুরকে উদ্ধার করে স্থানীয় পুলিশ।
সূত্রে জানা যায়, ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে নিউক্যাসেলের মাটাডেনি এলাকায় বাংলাদেশি রিয়াজ রিজু থেকে মনসুর আহমেদ একটি দোকান ক্রয় করেন। দীর্ঘ দুই মাসেও দোকানের কাগজপত্র বুঝিয়ে না দেয়ায় কমিউনিটি দায়িত্বশীলদের নিয়ে চাপপ্রয়োগ করেন মনসুর। এতে রিয়াজ ক্ষিপ্ত হয়ে মনসুরকে অপহরণ করেন।
পরবর্তীতে মুক্তিপণের ফোন কলের সূত্র ধরে জাহাঙ্গীর নামের একজন অপহরণ মামলা দায়ের করলে দীর্ঘ দুই সপ্তাহের চেষ্টায় স্থানীয় পুলিশ মুক্তিপণের ফাঁদ পেতে অপহরণকারী রিয়াজ রিজুকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করে।