জার্মানির কোলনে করোনা টিকাদান কেন্দ্র হিসেবে বেছে নেয়া হয়েছে শহরটির কেন্দ্রীয় মসজিদকে।
তবে, মসজিদটিতে কেবল মুসলমানদের নয় টিকা দেয়া হচ্ছে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে। শনিবার থেকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে শহরটিতে শুরু হয় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কর্মসূচি।
মসজিদের বাইরে লম্বা লাইন, পুরুষদের পাশাপাশি একে একে ভেতরে প্রবেশ করছেন নানা বয়সী নারীরাও। দেখে অবাক লাগলেও জার্মানির কোলন শহরের কেন্দ্রীয় এ মসজিদের বাইরের এ লম্বা লাইন করোনার টিকা নেয়ার জন্য।
সম্প্রতি নগর কর্তৃপক্ষ মসজিদটিকে টিকাদান কেন্দ্র করে হিসেবে ঘোষণা করে। শনিবার স্থানীয় সময় ভোর থেকেই স্থানটিতে জড়ো হতে শুরু করেন কোলনের নানা বয়সী বাসিন্দা। তবে, মসজিদের ভেতরে টিকা কর্মসূচি চললেও টিকাদান কেবল মুসলমানদের জন্য নয় সীমাবদ্ধ ছিল ধর্ম-বর্ণনির্বিশেষে সবার জন্য।