আজিজুর রহমান দুলালঃ আলফডাংঙ্গা প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক ভোরের পাতা পত্রিকার সাংবাদিক এবং সাপ্তাহিক আমাদের আলফাডাঙ্গা পত্রিকার সম্পাদক সেকেন্দার আলমকে হত্যা চেষ্টার প্রতিবাদ ও হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবিতে আলফাডাঙ্গা প্রেস ক্লাব মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার বেলা ১২টায় আলফাডাঙ্গা বাজার চৌরাস্তায় প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন,আলফাডাংঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত ফকির, সহ- সভাপতি খান আসাদুজ্জামান টুনু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আমিনুর রহমান আচ্ছু,আজিজুর রহমান দুলাল,কামরুল ইসলামসহ গণমাধ্যমকর্মী সকলেই উপস্থিত ছিলেন।
সকল বক্তারা বলেন,আলফাডাঙ্গায় কর্মরত সাংবাদিক সেকেন্দার আলমের উপর যে হামলার ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে সেকেন্দারের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শুধু সাংবাদিক সেকেন্দার আলম নয় সারা দেশে প্রতিনিয়ত সাংবাদিকরা হামলা মামলার শিকার হচ্ছেন। অতিদ্রুত নির্যাতনের শিকার সাংবাদিকদের প্রত্যেকটি ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষিদের আইনের আওতায় আনা হোক।