প্রবাসী আয়ের ওপর প্রণোদনা ২ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করতে চান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। অর্থমন্ত্রীকে লেখা চিঠিতে এ প্রস্তাব দিয়েছেন তিনি।
করোনায় যখন পুরো বিশ্বের অর্থনীতি বিপর্যস্ত তখন প্রবাসি আয়ের রেকর্ড গড়ছে বাংলাদেশ। ২০১৯-২০ অর্থ বছরে ১৮ দশমিক ২০ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে দেশ। বছর শেষে তা বাড়তে পারে ৩৫ শতাংশ। আর আগামী অর্থ বছরে ২০ শতাংশ প্রবৃদ্ধির আশা সরকারের।
প্রবিদ্ধির এই ধারা ধরে রাখতে বর্তমানে প্রবাসী আয়ে দেয়া ২ শতাংশ প্রণোদনা বাড়িয়ে ৪ শতাংশের প্রস্তাব করা হয়েছে। সম্প্রতি অর্থমন্ত্রীকে লেখা এক চিঠিতে এই আহবান জানিয়েছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী। আর এ জন্যে সরকারের বাড়তি ৪ হাজার কোটি টাকার প্রয়োজন হবে।
আসছে বাজেটের আগেই প্রণোদনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে আশা প্রবাসী কল্যাণ মন্ত্রীর। বলেন, এতে লাভবান হবে দেশের অর্থনীতি। তার মতে, প্রবাসিদের কষ্টার্জিত অর্থ বৈধ পথে পাঠিয়ে লাভবান হলে বন্ধ হয়ে যাবে হুন্ডি।