নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম।
গতকাল শনিবার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক আলহাজ্ব শরাফত আলীর নেতৃত্বে আমিরাতের প্রত্যেক শাখা কমিটি একযোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরনের মাধ্যমে ২য় বারের কর্মসূচি উদ্ভোদন করা হয়েছে। প্রথমে শারজাহ তারপর পর্যায়ক্রমে আবুধাবি, মুছাফফা, ফজিরা সহ বাকি ইউনিটের ত্রাণ সামগ্রী স্ব-স্ব স্থানের নেতাদের মাধ্যমে গাড়িতে করে পৌছিয়ে দেওয়া হয়।
কর্মসূচি উদ্ভোধনিতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন খতিব, কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব মুস্তফা মাহমুদ,আবুধাবি ফোরামের সভাপতি সরওয়ার আলম ভুট্টু, ফজিরার সভাপতি খুরশেদ আলম, প্রধান উপদেষ্টা ছাত্রনেতা ওসমান, মোছাফফার সভাপতি বাবুল, কেন্দ্রীয় যুগ্ম সচিব এস,এম,মোদাচ্ছের শাহ, আবুধাবির সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন বাবলু।
এছাড়া উপস্থিত ছিলেন খুরশেদ আলম,নুরুল ইসলাম, হারুন, ইমরান, রুবেল প্রমুখ।