মো. রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: শার্শা উপজেলার থানার লক্ষনপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে চার কেজি ভারতীয় গাঁজাসহ নাজমা খাতুন (৩০) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (৫ এপ্রিল) বিকালে তাকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। আটক নাজমা খাতুন খুলনার রাজাপুর গ্রামের মৃত্যু নূরুল ইসলামের মেয়ে।
শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এজাজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে শার্শা থানার হস্তান্তর করা হয়েছে।
Drop your comments: