আব্দুল্লাহ আল শাহীন, ইউএইঃ সংযুক্ত আরব আমিরাতে এ বছর মসজিদে এবার কিয়ামুল লাইল আদায়ের অনুমতি দেওয়া হয়েছে। রোববার (২ মে) দিনগত রাত ১২ থেকে শুরু হয়ে ১২ঃ৩০ এর মধ্যে সমাপ্ত হবে এ নামাজ।
তবে মসজিদে করোনার বিধিনিষেধ অমান্য করা যাবে না। এর আগে এশা ও তারাবি মিলে নামাজের সর্বাধিক ৩০ মিনিট সময় নির্ধারণ করে দিয়ে তারাবির অনুমতি দেওয়া হয়।
তখন বলা হয়েছিল, রমজানের শেষ ১০ দিনের মধ্যরাতে প্রদত্ত বিশেষ নামাজের বিষয়ে করোনার সংক্রমণের ওপর নির্ভর করে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে, আমিরাতে কোভিড-১৯-এর সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত বছর মার্চ মাসে মসজিদ প্রথম বন্ধ করা হয়েছিল।
মসজিদ বন্ধ থাকায় তারাবির নামাজ ঘরে আদায় করতে হয়েছিল। এরপর জুলাইয়ে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের জন্য পুনরায় চালু হয়, তবে শুক্রবারের জুমার নামাজ শুরু হয় ৪ ডিসেম্বর।