হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাখি তাড়াতে কেনা হচ্ছে অত্যাধুনিক মেশিন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানিয়েছেন, এরইমধ্যে যন্ত্র কেনার জন্য টেন্ডার দেয়া হয়েছে।
দ্রুততম সময়ে পাখি তাড়ানোর মেশিন কেনা হলে কমবে দুর্ঘটনার ঝুঁকি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন বিমানবন্দরে উড়োজাহাজে পাখির আঘাতের ঘটনা প্রায়ই ঘটে। এতে দুর্ঘটনার ঝুঁকি থাকলেও পাখি তাড়াতে আধুনিক কোনো ব্যবস্থা নেই। পাখির কারণেই অনেক সময় উড়োজাহাজ জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘদিন ধরে পুরনো পদ্ধতি অর্থাৎ বন্দুক দিয়েই পাখি তাড়ানোর কাজ চলছে। যদিও এ পদ্ধতি খুব একটা কাজে আসছে না। তাই পাখি তাড়াতে আধুনিক যন্ত্রপাতি কেনার তাগিদ বিমানবন্দর কর্তৃপক্ষের।
Drop your comments: