বাংলা এক্সপ্রেস প্রতিবেদকঃ করোনাকালীন সময়ে বিপর্যস্ত মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে
সংযুক্ত আরব আমিরাতে বাঙ্গালী সংস্কৃতির প্রচার ও প্রসারের লক্ষ্যে যাত্রা শুরু করা ‘শেকড়ের খোঁজে’ নামের সংগঠন।
উক্ত সংগঠনের সদস্যদের মাধ্যমে সংযুক্ত আমিরাতে অবস্থানরত করোনায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি আগে থেকেই চলছে।
সংগঠনের সভাপতি সাবেক লেফট্যানান্ট কাজী গুলশান আরা বাংলা এক্সপ্রেসকে জানান, “আমরা শুধু ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি চর্চা নয় বরং; বিপর্যস্ত মানুষের জন্য কাজ করে যাব।’ আমরা পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে ১ হাজার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। চাল, ডাল, তেলসহ অতিপ্রয়োজনীয় ৭টি খাদ্য দিয়ে প্যাকেট তৈরি করে ইতোমধ্যে দেশে ও আমিরাতের প্রবাসীদের মাঝে পাঁচ শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। করোনায় জনসমাগমে নিষেধাজ্ঞা থাকায় আমরা বিভিন্ন সংগঠন ও ব্যক্তির মাধ্যমে বাসায় বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। তাছাড়া বিতরণের কোন ছবি তোলা আমাদের সংগঠনের নিয়মের পরিপন্থী। লকডাউন ও রমজানে সামান্য এই উপহার দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের তৃপ্তি।”