বিদেশফেরতদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছিল সরকার। তবে বিদেশফেরতদের চাপ সামলাতে না পেরে কোয়ারেন্টিনের সময় ১৪ দিনের বদলে ৫ দিন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পূর্বে ১৪ এপ্রিল থেকে লকডাউন ঘোষণার সাথে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে সরকার তারপর বিশেষ ফ্লাইটের ঘোষণা আসে। বিশেষ ফ্লাইটে দেশে গেলে ১৪ দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক ছিল। আজ তা ৫ দিনে আনা হলো।
এদিকে প্রবাসীরা স্বাভাবিক ফ্লাইটের দাবির পাশাপাশি করোনা নেগেটিভ সনদ নিয়ে গেলে হোম কোয়ারেন্টাইনের দাবি জানাচ্ছে।
Drop your comments: